গা সয়ে যাওয়া ভাবটাই হয়ত চিরন্তন হয়ে যাচ্ছে।চায়ের কাপে চুমুক দিয়ে জ্বি,হ্যা বলে বিবেকের উন্মুক্ততাকে কালো পর্দায় আবৃত রাখাই হয়ত ভদ্রতার পরিচায়ক হচ্ছে। অশ্লীলতা আলট্রা-মর্ডানিজমের রুপ পরিগ্রহ করছে। পেটে ক্ষুধা রেখে স্মার্টনেসকে সজীবতা দান করে কালের আবর্তনকে ভিন্নরুপে উপস্থাপনের চেস্টা চলছে।মানুষের রক্তকে রং মনে করে হোলি খেলার উৎসবে অংশগ্রহন কারীদের সংখ্যা ক্রমশই ভারী হচ্ছে। ভয়াল কালো পথে হাটছে মানবতা।
আমরা ঘুরছি,ফিরছি,উড়ছি কিন্তু নাটাই যেন অন্যদের হাতে।
